গুজরাত
ভারতের একটি রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতের একটি রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গুজরাট (গুজরাটি: ગુજરાત; /ˌɡʊdʒəˈrɑːt/ GUUJ-ə-RAHT, স্থানীয়ভাবে: [ˈɡudʒəɾat̪] () )ভারতের পশ্চিমে অবস্থিত রাজ্য। এই রাজ্যের অধিবাসীরা প্রধানত গুজরাটি। লোথাল ও ধোলাবীরার মতো প্রাচীন সিন্ধু সভ্যতার কয়েকটি কেন্দ্র এই রাজ্যে অবস্থিত। প্রাচীন কাল থেকেই ভারতের অর্থনৈতিক ইতিহাসে গুজরাট এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।[3] প্রাচীন ও বর্তমান ভারতের কয়েকটি প্রধান বন্দর এই রাজ্যে অবস্থিত। এই কারণে গুজরাট প্রাচীন কাল থেকেই ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রও বটে। বিশ্বের অন্যতম প্রাচীন বন্দর লোথালও এই রাজ্যে অবস্থিত ছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী [4] এবং পাকিস্তান রাষ্ট্রের স্থপতি মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন গুজরাটি। বর্তমানে গুজরাতের অর্থব্যবস্থা ভারতের দ্রুত বর্ধনশীল অর্থব্যবস্থাগুলির অন্যতম।[5]
গুজরাট ગુજરાત | |
---|---|
রাজ্য | |
ভারতের মানচিত্রে গুজরাটের অবস্থান | |
গুজরাতের মানচিত্র | |
স্থানাঙ্ক (গান্ধীনগর): ২৩°১৩′ উত্তর ৭২°৪১′ পূর্ব | |
দেশ | ভারত |
গঠন | ১ মে, ১৯৬০ |
রাজধানী | গান্ধীনগর |
বৃহত্তম শহর | আহমেদাবাদ |
জেলা | ৩৩ |
সরকার | |
• রাজ্যপাল | আচার্য দেবব্রত |
• মুখ্যমন্ত্রী | ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল (বিজেপি) |
• বিধানসভা | এককক্ষীয় (১৮২ আসন) |
• লোকসভা কেন্দ্র | ৩৩ |
• হাইকোর্ট | গুজরাত হাইকোর্ট |
আয়তন | |
• মোট | ১,৯৬,০২৪ বর্গকিমি (৭৫,৬৮৫ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৫ম |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,০৪,৩৯,৬৯২ |
• ক্রম | ৯ম |
• জনঘনত্ব | ৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | গুজরাটি |
• কথ্য ভাষা | |
সময় অঞ্চল | ভারতীয় সময় (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | IN-GJ |
এইচডিআই | ০.৫২৭[2] (medium) |
এইচডিআই র্যাঙ্ক | ১১তম (২০১১) |
লিঙ্গ অনুপাত | ৮৫৫♀/♂ |
সাক্ষরতা | ৮০.১৮% |
ওয়েবসাইট | gujaratindia |
স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বর্তমান গুজরাত অঞ্চলটি দুটি ভাগে বিভক্ত ছিল।
অনেক গুলি বিভাগ আছে।
এই রাজ্য আয়কর প্রদানে দেশের মধ্যে ৫ম সর্বোচ্চ অবদান রাখে। প্রায় ৪৯ হাজার কোটি রুপি আয়কর আদায় হয় এখান থেকে।
বেকারত্বের হারে এই রাজ্য ভারতের সর্বনিম্ম স্থানে রয়েছে। ১৫-২৯ বর্ষীয়দের ৮.৪% এবং সামগ্রিকভাবে ৩.২% রয়েছে মাত্র।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর হলো :
ভারতীয় রেলের অন্তর্গত পশ্চিম রেল ডিভিশন এই রাজ্যে বিস্তৃত।
এই রাজ্যের প্রধান ক্রীড়া হচ্ছে ক্রিকেট। প্রধান স্টেডিয়াম হচ্ছে :
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.